মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় শুক্রবার সকালে সেখানে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

Reported By : Binay Roy

১০ ই জুন, শনিবার, মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় শুক্রবার সকালে সেখানে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এদিন কান্দি মহকুমা হাসপাতালে ঘটনায় আহতদের সাথেও দেখা করে কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও খড়গ্রাম ব্লক কংগ্রেস ও কান্দি মহকুমা কংগ্রেস নেতৃত্বও। এদিন আক্রান্ত পরিবারের সাথে দেখা করার পর অধীর বাবু জানান- তৃণমূল নেত্রী বা তৃণমূল সরকার যদি ভেবে থাকেন- একতরফা রক্ত ঝরিয়ে এই পঞ্চায়েত নির্বাচন হবে তাহলে তা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এবার তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে জনসাধারণ। আর এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যত রক্ত ঝরবে, যত খুন হবে- তার জন্য দায়ী থাকবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জি। কারণ- বাংলায় খুন, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃনমুল। যার প্রতিবাদ এবার নির্বাচনে বাংলার মানুষ করবেই। পাশাপাশি তিনি একথাও বলেন- খড়গ্রামের ঘটনায় খুনীদের মদত দিচ্ছে পুলিশ। এই ঘটনায় যারা মূল অভিযুক্ত তাদের গ্রেফতার না করে আক্রান্ত পরিবারের সদস্যদেরই ভয় দেখাচ্ছে পুলিশ- এমনই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

error: Content is protected !!