Reported By:- Binoy Roy
২৭ শে অক্টোবর, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের জজানে ভাড়াটিয়া ও দোকান মালিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের জেরে আহত হয় পাঁচজন। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের অভিযোগ নতুন দোকান মালিক বেনিয়াজ সেখ তাদের দোকানের চুক্তি মেয়াদ শেষ হওয়ার আগেই দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আর তাতে তারা রাজি না হওয়ায় গ্রাম থেকে লোকজন নিয়ে এসে তাদের উপর চড়াও হয়। দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা তারপর হাতাহাতি হয়। এরপর বাঁশ নিয়ে সংঘর্ষ শুরু হয়। আর এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।