আগামীকাল বুধবার মুর্শিদাবাদের জলঙ্গিতে এই প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে তিনি ভোট প্রচারে আসছেন। তাকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে , প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। ইতিমধ্যেই হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা এবং দলীয় নেতারা বলে জানান ব্লক সভাপতি মাসুম আলি আহমেদ।