লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষনা হয়নি। অথচ তার আগেই রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের অন্যান্য জায়গার মতো রবিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলেও রুটমার্চ করল এই কেন্দ্রীয় বাহীনি। সাথে ছিলেন রাজ্য পুলিশের ডোমকল এসডিপিও এবং আইসি সহ বহু পুলিশ। এদিন তারা ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুদ্দিনগর, হিতানপুর, গঙ্গাদাসপাড়া, কুঠিরমোড় প্রধশভৃতি এলাকায় রুটমার্চ করেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। শনিবার রাতে ডোমকলে এসে পৌছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহীনি। রবিবার বিকেল থেকেই শুরু করে রুটমার্চ। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী স্বস্তিতে ডোমকলবাসী। ২০২৪ এর লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় এমনটাই খবর। সুতরাং লোকসভা নির্বাচনের আগেই বাংলা জুড়ে কড়া নিরাপত্তা নির্বাচন কমিশনের।