Reported By : News Desk
২৭ শে ডিসেম্বর, মঙ্গলবার, মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বাস চালকের। মৃতের নাম স্বপন সরকার। তিনি বহরমপুরের কাশিমবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ডোমকল - বহরমপুর রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত মাহাবুল হাসান নামে এক বাস যাত্রীর বক্তব্য, বাসে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। বাসটি ধীরগতিতে থাকলেও মূলত লরি চালকের গাফিলতির কারণেই ওই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি শীতের সকালে দৃশ্যমানতারও অভাব ছিল যথেষ্টই।