Reported By : Masud Rana
১৯ শে জানুয়ারি, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের নমামী গঙ্গা প্রকল্পে বৈদ্যুতিক চুল্লী নির্মানে শুভ শিল্যান্যাস হল। ধর্মীয় আচার মেনে ওই চুল্লী নির্মানের শিলান্যাস হয় মুর্শিদাবাদের কালীগঞ্জ শ্মশান মন্দির সংলগ্ন এলাকায়। যার শুভ শিলান্যাস করেন এসডিও সুমিত কুমার রায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ফুড কন্ট্রোলার মুশির আহমেদ, বিডিও শোভন দাস, পঞ্চায়য়েত সমিতির সভাপতি শুক্লা সরকার সহ আরো অনেকে।