Skip to content

মুর্শিদাবাদের বহরমপুর থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন এক রাম ভক্ত

Reported By : Binay Roy
৪ঠা ডিসেম্বর, সোমবার, বাংলা জুড়ে অরাজকতার প্রতিবাদ জানিয়ে, পাশাপাশি এই রাজ্য তথা দেশ জুড়ে রাম রাজত্ব পুনঃ প্রতিষ্ঠার দাবি জানিয়ে মুর্শিদাবাদের বহরমপুর থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রাম ভক্ত এক ব্যক্তি। ৪ই ডিসেম্বর সোমবার সকালে বহরমপুরের হাতিনগর এলাকা থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন বিশ্বম্ভর কণিকা নামে ওই ব্যক্তি। দীর্ঘ প্রায় ১৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তার সময় লাগবে আনুমানিক প্রায় ৩ মাস। এই দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন স্বয়ং রামের কৃপায়। সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজীর মূর্তিটিও। তার বক্তব্য- আজ একদিকে রাজ্য জুড়ে অরাজকতার দাবি জানিয়ে, অন্যদিকে হনুমানজীকে রামের সাক্ষাৎ পাইয়ে দিতেই সুদীর্ঘ এই পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। সেই মোতাবেক আজ সকালে যথারীতি পরিবার সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন তার গন্তব্যের উদ্দেশ্যে। রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনা করে যে ছেলে এই দুর্বিষহ সিদ্ধান্ত গ্রহণ করেছে- ছেলের সেই মানসিকতাকে সম্মান জানিয়ে নিজেদের চোখের জলে ছেলেকে বিদায় জানান তার বাবা, মা, স্ত্রী সহ প্রতিবেশী ও ওই এলাকার সাধারণ মানুষও। বিষয়টি জানতে পেরে এদিন সকালে তার বাড়িতে সশরীরে হাজির হন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। তিনি বলেন- রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনায় যিনি এই সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন- তাকে সর্বোতভাবে সাহায্য করবে বিজেপি দল। জনসাধারণের মঙ্গলার্থে তার এই মানসিকতাকে সাধুবাদ জানানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।

Leave a Reply

error: Content is protected !!