Reported By:- News Desk
মুর্শিদাবাদের বেলডাঙায় বেশকিছু বুথে রি-পোলিং এর দাবিতে রবিবার দুপুরে থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও দলের কর্মীরা। পরে ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে শুরু করে লাঠিচার্জ। ফলে ছত্রভঙ্গ হয় আন্দোলনকারীরা। ঘটনাকে ঘিরে স্বাভাবিক ভাবে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। বর্তমানে সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।