Reported By : News Desk
৮ ই জুলাই, শনিবার, মুর্শিদাবাদের রেজিনগরে ফের খুন হ'ল এক তৃণমূল কর্মী। রেজিনগর থানার তেঘড়ি নাজিরপুরের ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম ইয়াসিন সেখ। গতকাল গভীর রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতিরা তাকে বোমা মেরে খুন করে বলে অভিযোগ মৃতের পরিবার সদস্যদের। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত- সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।