Reported By : Binay Roy
৬ ই মে, শনিবার, মুর্শিদাবাদের লালবাগের কাটরা মসজিদ এলাকায় তৃনমূলের নব জোয়ার কর্মসূচিতে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার ১২ তম দিনে পড়েছে তৃনমূলের নতুন কর্মসূচি নব জোয়ার কর্মসূচি।সেই কর্মসূচি উপলক্ষ্যে শনিবার লালবাগের কাটরা মসজিদ এলাকায় জনসংযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়।