মুর্শিদাবাদের সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা হুমায়ুন কবিরের, নতুন দল JUP-তে ISF ও AIMIM-কে আহ্বান, তৃণমূলকে তীব্র আক্রমণ

মুর্শিদাবাদের সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা হুমায়ুন কবিরের, নতুন দল JUP-তে ISF ও AIMIM-কে আহ্বান, তৃণমূলকে তীব্র আক্রমণ

মুর্শিদাবাদে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করলেন সদ্য দল গঠন করা নেতা হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, তাঁর নতুন রাজনৈতিক দলের নাম জনতা উন্নয়ন পার্টি (JUP)

এই বৈঠক থেকেই হুমায়ুন কবির প্রকাশ্যে ISF ও AIMIM পার্টিকে তাঁর দলে যোগদানের জন্য সদরে আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প শক্তিশালী মঞ্চ গড়ে তোলার সময় এসেছে এবং সেই লক্ষ্যেই জনতা উন্নয়ন পার্টির পথচলা শুরু হয়েছে।

সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তোপ দাগান। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তৃণমূল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এছাড়াও তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। হুমায়ুন কবির জানান, দল গঠনের আগেই তিনি ঘোষণা করেছিলেন যে তিন মাস ধরে হেলিকপ্টারে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে দলের প্রচার চালাবেন। সেই পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, কেবল শুরু করতে সামান্য দেরি হচ্ছে।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হেলিকপ্টারে করে রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করবেন। এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ ও সম্ভাব্য জোট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের এই ঘোষণা রাজ্যের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!