REPORTED BY:- MASUD RANA
এই মুহূর্তে সব থেকে বড় খবর মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ খয়রামারি অঞ্চলের বাগিচাপাড়া থেকে বড় বিলা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত রাস্তায় বেহাল দশা সেই রাস্তা করার দাবিতে এই বিক্ষোভ।
