২৪ শে অক্টোবর, সোমবার, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সাতঘড়িয়া গঙ্গাঘাটে আবার সকাল সকাল দেখা গেল ভয়াবহ গঙ্গাভাঙ্গন। দুই থেকে তিন বিভাগ নিমেশেই গিলে খেল গঙ্গা। এইভাবে আর কতদিন ভুগবে সেখানকার মানুষ!
জানা যায়, ভাঙ্গন কবরে সেই এলাকার মানুষ তিন বছর ধরে অব্যাহত রয়েছে। অথচ এই বিষয়ে প্রশাসনের কোনো হুস নেই। বিঘার পর বিঘা জমি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমনকি ভারতবর্ষের মানচিত্র থেকে বিলুপ্ত হতে চলেছে শামসেরগঞ্জ। কখন বা কবে হবে এর সমাধান? নাকি এভাবেই ধুকে ধুকে মরতে হবে সেই এলাকার মানুষদের। বর্তমানে সেখানকার মানুষেরা এই বিষয়ে স্থায়ী সমাধান চাইছেন বলে জানা যায়।