Reported By:- Binoy Roy
মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে রাস্তা তৈরির কাজের জন্য রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। তবে স্থানীয় বিডিও অফিস থেকে পাওয়া ‘ওয়ার্ক অর্ডার’ পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তার নির্মাণ কাজ শুরু করেনি, যার ফলে গ্রামের কয়েক হাজার বাসিন্দা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন।সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাদায় ভর্তি রাস্তার কারণে গর্ভবতী একজন মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পারাইপুর গ্রামে দক্ষিণপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে রাস্তা তৈরির জন্য একটি প্রতিষ্ঠানকে ‘ওয়ার্ক অর্ডার’ দেওয়া হয়। কিন্তু গত দেড় বছরে ওই সংস্থা গ্রামের জন্য এক মিটার রাস্তাও তৈরি করেনি। ফলে অল্প বৃষ্টিতেই গ্রামের রাস্তা হাঁটু কাদায় ডুবে যায় এবং কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন সেখানে প্রবেশ করতে পারে না।এ অবস্থায় গ্রামের লোকজনকে প্রায়ই খাটিয়ায় করে অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের উচিত দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা, নাহলে গ্রামবাসীদের দুর্ভোগ কমানো সম্ভব নয়।