লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে ফের কিছুটা হলেও পাল্লা ভারী হ'ল জাতীয় কংগ্রেসের। শনিবার দুপুরে বহরমপুর ব্লকের গুরুদাসপুর অঞ্চল থেকে প্রায় ৪২ জন যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে জাতীয় কংগ্রেসের পতাকা নিজেদের হাতে তুলে নেন দলে সদ্য যোগদানকারীরা। তাদের বক্তব্য- বিগত দিনে তারা কংগ্রেস দলেই ছিলেন। মাঝে তৃণমূলের জোরজুলুমে তারা দল পরিবর্তন করলেও এই নির্বাচনে তারা একত্রিত হয়ে লড়াই করতে চান কংগ্রেস দলের পক্ষে।