Reported By : News Desk
৮ ই জুলাই, শনিবার, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় হরিহরপাড়া বিধায়ক নিয়ামত সেখের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা আহত একাধিক জন। পাশাপাশি ভোট কেন্দ্রে ডিউটিরত অবস্থায় এবার আহত হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় বাহিনী জওয়ান কে নিয়ে যাওয়া হয়েছে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আহতের নাম কে জ্যোতি বাবু (cisf) বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে।