Reported By : Masud Rana
২৭ শে ডিসেম্বর, মঙ্গলবার, মুর্শিদাবাদের ডোমকল বহরমপুর রাজ্য সড়কের দৌলতাবাদ থানার ৯ মাইল এলাকায় সকাল সকাল যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে যাত্রীবাহী বাস ডোমকলের দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে গুরুতর আহত হয় একাধিক জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দৌলতাবাদ থানার পুলিশ।