মুর্শিদাবাদ জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় 141 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল মহিলার জীবন – G Tv { Go Fast Go Together)
মুর্শিদাবাদ জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় 141 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল মহিলার জীবন

মুর্শিদাবাদ জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় 141 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল মহিলার জীবন

 

ভারত-বাংলাদেশের মুর্শিদাবাদ জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় 141 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন

জানাযায়: বৃহস্পতিবার কৃষিকাজের সময় 29 বছর বয়সী রুপালি বিবিকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়।

পাশেই ছিল জলঙ্গি 141 নম্বর বিএসএফ ক্যাম্পের সীমান্ত আউট পোস্ট। এই ঘটনা দেখে কর্মরত বিএসএফ জওয়ানরা খবর দেয় বিএসএফ আধিকারিকদের সেই খবর শুনে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য বিএসএফ অ্যাম্বুলেন্স দ্বারা জলঙ্গির সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় রুপালি বিবিকে। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হলে তাকে বিএসএফের অ্যাম্বুলেন্স দ্বারা বাড়িতে পৌঁছে দেন বিএসএফ 141নম্বর ব্যাটালিয়ন।

যারা নিজের জীবন বাজি রেখে দিনরাত পাহারা দিয়ে গোটা দেশটাকে রক্ষা করে,তারা সাধারণ মানুষের কাজে লাগবেনা তেমন হয় না, তবে রূপালী বিবিকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো বিএসএফের এই মানবিক উদ্যোগ নজির গড়েছেন গোটা এলাকায়।

Leave a Reply

Translate »
Call Now Button