মুর্শিদাবাদ জেলাতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

মুর্শিদাবাদ জেলাতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

REPORTED BY:-  BINOY  ROY

মুর্শিদাবাদ সফরের আগেই একাধিক বিজেপি নেতা ও নেতৃত্ব তারা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার বহরমপুরে ট্রেনে করে আসার পরেই বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
সুকান্ত মজুমদার বলেন, যাদের ইচ্ছা আছে তারা পদত্যাগ করছে। যে কেও আমার সাথে পারেন দেখা করতে পারেন। শুভেন্দু অধিকারী WhatsApp ত্যাগ করেছেন সেই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেছেন, আমার শুভেন্দু অধিকারী সাথে কথা হয়েছে তিনি শুধু কেন্দ্রীয় গ্রুপে থাকবেন বলে জানান। তবে জেলাতে কোন বিক্ষুব্ধ নেই। রাজনীতিতে বিজেপি দলে বিক্ষুব্ধ করা যায় না।

দিলীপ ঘোষের মন্তব্য জেরে বলেন, দিলীপ দা যখন বলেছেন সেটা ঠিক। গোটা জীবন টাই শেখার। বলেই মন্তব্য করেন সুকান্ত

Leave a Reply

error: Content is protected !!