Skip to content
মুর্শিদাবাদ জেলার আইএনটিটিইউসি পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হলো বহরমপুরে

মুর্শিদাবাদ জেলার আইএনটিটিইউসি পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হলো বহরমপুরে

Reported By:- Binoy ROy

জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন এই স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার আইএনটিটিইউসি পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হলো বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের একটি প্রেক্ষাগৃহে আইএনটিটিইউসির কর্মী সমর্থক ও নেতা-নেত্রীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার ও বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি। এদিনের সভা মঞ্চ থেকে ইউসুফ পাঠান বলেন, খেলা হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বক্তব্য খন্ডন করে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বলেন, অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি আমাকে যখন এখানে প্রার্থী করে পাঠিয়েছেন প্রথম দিন থেকেই এখানকার মানুষ আমাকে অনেক স্নেহ ভালবাসা দিয়েছেন। যখন আপনার লোকেদের ভালোবাসা পেয়ে আমার ইচ্ছা মানুষের জন্য কিছু করার। যখন মানুষের সাথে আমার মনের মিল হচ্ছে। তখন ভাষাটা কোন বাধা নয়।

Leave a Reply

error: Content is protected !!