মুর্শিদাবাদ জেলার কর্তব্যরত গ্রামীণ রোজকার সহায়কদের কাজে স্থায়িত্বকরণ করা হচ্ছে না

মুর্শিদাবাদ জেলার কর্তব্যরত গ্রামীণ রোজকার সহায়কদের কাজে স্থায়িত্বকরণ করা হচ্ছে না

Reported By: News Desk

YouTube Link: https://youtu.be/E6sTKNV29s0

মুর্শিদাবাদ জেলার কর্তব্যরত গ্রামীণ রোজকার সহায়কদের কাজে স্থায়িত্বকরণ করা হচ্ছে না। তাদের মর্যাদাও দেওয়া হচ্ছে না। এমনকি তাদের ইনক্রিমেন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। শীঘ্রই তাদের এইসব দেওয়া হোক। বৃহস্পতিবার দাবি তুললেন সহায়করা। এদিন তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল করে গিয়ে জেলার নোডাল অফিসারকে তারা নিজেদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন। তারা জানান, অবিলম্বে তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখে তাদের সমস্যার সমাধান করা হোক। এদিন বহরমপুরে তাদের আন্দোলন চলাকালীন জেলার দুই তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান উপস্থিত হয়ে যান। তাদের কাছে পেযে আন্দোলনকারীরা তাদের ঘিরে ধরে সমস্যার কথা জানিয়ে তাদের হাতে স্মারকলিপি তুলে দেন। তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!