Skip to content
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাড়ম্বরে উদযাপিত হল নেতাজীর জন্মদিন

মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাড়ম্বরে উদযাপিত হল নেতাজীর জন্মদিন

Reported By : Binay Roy ২৩ শে জানুয়ারি, সোমবার, বহরমপুরে প্রত্যেক বছরের মতো এবছরও নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিন পালন করা হচ্ছে সাড়ম্বরে। যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন জায়গার পাশাপাশি নেতাজীর ১২৭ তম জন্মদিন পালন করা হল বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে। এদিন সকালে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে নেতাজীর মুর্তিতে মাল্যদান করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ও বহরমপুর টাউন কংগ্রেসের নেতা ও কর্মীরা। অন্যদিকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার আজ শেষ দিন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে রাজ্যে এই যাত্রার আজ ২৭তম দিনে ভারত জোড়ো পদযাত্রা এগিয়ে চলেছে কার্শিয়াং-এর দিকে। কার্শিয়াং শহরে পৌঁছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাগর থেকে পাহাড় এই পদযাত্রার আজ সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!