‘ মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি ‘

‘ মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি ‘

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র মুখপত্র ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা ‘শব্দমৌলি’ উৎসব সংখ্যা ১৪২৮। এটি পত্রিকার ১৯ বর্ষ, প্রথম সংখ্যা। এই সংখ্যায় ৩৬ জন কবি, লেখক লিখেছেন। পত্রিকাটি উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক অশোক দাস। তাঁর হাতে পত্রিকা তুলে দেন আকাদেমির সভাপতি রবীন্দ্র প্রকাশ সরকার এবং সম্পাদক কুশলকুমার বাগচী। পত্রিকা প্রকাশ ছাড়াও এদিন সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়। এই আসরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি-সাহিত্যিকরা অংশ নেন।

Leave a Reply

error: Content is protected !!