Skip to content
মুর্শিদাবাদ জেলা পরিষদের বাজেটে অর্থ বরাদ্দ বাড়লো

মুর্শিদাবাদ জেলা পরিষদের বাজেটে অর্থ বরাদ্দ বাড়লো

Reported By:- Binoy Roy

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট সাধারণ সভাতে অনুমোদিত হলো। এবারের বাজেটে গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ আর্থিক বরাদ্দ বেড়েছে। মোট বরাদ্দ বেড়ে হয়েছে ৬২১ কোটি টাকা। ৭৮ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা ৭২ জন এবং কংগ্রেস ও সিপিএমের প্রতীকে ৬ জন জয়ী সদস্য রয়েছেন। আজকের বাজেটকে তীব্র কটাক্ষ করা হয়েছে বাম-কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস সদস্য মহম্মদ তোহিদুর রহমান সুমন বলেন," যে সমস্ত প্রকল্পগুলোতে ঠিকাদারি খাতে অর্থ বরাদ্দের সুযোগ বেশি রয়েছে সেখানেই এবারের বাজেটে বেশি করে টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষার মত বিভিন্ন ক্ষেত্রগুলো এবারের বাজেটে উপেক্ষিত রয়ে গেছে। জেলা পরিষদে বিরোধী দলের সদস্যদের সংখ্যা কম থাকার সুযোগ নিয়ে খসড়া বাজেটটি পাস করিয়ে নিয়েছে শাসক দল।" মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন,"রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ মতো জেলার প্রান্তিক এলাকার উন্নয়নের জন্য এবারের বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই রাস্তাঘাট ,পানীয় জল এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেটে বেশি বরাদ্দ রাখা হয়েছে।" এবারের বাজেটে বিরোধীদের মতামতকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে রুবিয়া সুলতানা বলেন," বিরোধীদের কাছে খসড়া বাজেট বহু আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের মতামত জানানোর জন্য কুড়ি দিনের সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু বিরোধীরা কোনও মতামত জানাননি।" রুবিয়া সুলতানা বলেন," এবারের বাজেটে পরিকাঠামোর পাশাপাশি শিক্ষা খাতেও বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় ৯৬ কোটি টাকা এবার শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে।" আজকের বাজেট পাশের শেষ লগ্নে সভার তাল কাটে তৃণমূল সদস্যা তথা গত জেলা পরিষদ বোর্ডের কৃষি কর্মাধ্যক্ষ শাহানাজ বেগমের প্রশ্নে। তিনি অভিযোগ করেন- সভাধিপতি নিজের ক্ষমতা ব্যবহার করে বেশি করে গাড়ির তেল তুলছেন এবং সরকারি অতিথিশালা ব্যবহার না করে অনেক টাকার হোটেল বিল করছেন। এই অভিযোগের জবাবে রুবিয়া সুলতানা বলেন, "কেউ যখন অভিযোগ করছেন সেটা কতটা যুক্তিসঙ্গত সেটাও দেখার দরকার আছে। এই দাবির সত্যতা কতটা আছে সেটাও দেখার দরকার আছে।"

Leave a Reply

error: Content is protected !!