Skip to content
মুর্শিদাবাদ জেলা পুলিশের “সংযোগ” সুবিধার মাধ্যমে অসহায় বয়স্ক ব্যক্তিদের ভ্যাক্সিনেশন

মুর্শিদাবাদ জেলা পুলিশের “সংযোগ” সুবিধার মাধ্যমে অসহায় বয়স্ক ব্যক্তিদের ভ্যাক্সিনেশন

 

সোমবার মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন নিজস্ব উদ্যোগে “সংযোগ” সুবিধার মাধ্যমে প্রায় ১৩ জন ব্যক্তির প্রথম ডোজের ভ্যাক্সিনেশন করানো হয়। জেলা পুলিশ সূত্রে খবর বহরমপুর শহরের বয়স্ক ব্যাক্তি যাদের দেখাশোনা করার কেউ নেই সেই সমস্ত অসহায় মানুষদের বাড়ি থেকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে এসে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সদর হাসপাতালে তাদের ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হয়। বয়স্ক ব্যক্তিরা ভ্যাক্সিন পেয়ে খুশি ও আনন্দিত। তারা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আগামী দিনে “সংযোগ ” সুবিধার মাধ্যমে অন্যান্য অসহায় মানুষদের ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!