Reported By : Masud Rana
৫ ই ফেব্রুয়ারি, রবিবার, রক্তদান জীবন দান। রক্ত তৈরি হয় না কোনো কারখানায়, সেটা শুধুমাত্র মানুষের শরীর থেকেই পাওয়া যায়। রক্ত সংকট দূর করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ উদ্যোগ উৎসর্গ রক্তদান শিবির শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। মুর্শিদাবাদ থানার উদ্যোগে লালবাগ নেতাজি আবাসে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার।
এদিনের রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ভগবানগোলা সমীর আহমেদ আইপিএস, মহকুমা পুলিশ আধিকারিক লালবাগ বিক্রম প্রসাদ, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী, ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।