Reported By : Binay Roy
১০ ডিসেম্বর, রবিবার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের তদন্তের দাবি জানালো জেলা বিজেপি। আজ রবিবার দুপুরে বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি। বৈঠকে তারা দাবি করেন, রাজ্য সরকারের অধীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু ঘটে চলেছে অথচ জেলার তৃণমূল দলের কোনও নেতা বা বিধায়কের দেখা মেলে নি। এমনকি রোগী কল্যাণ সমিতিরও দেখা নেই। আশ্চর্যের বিষয় জেলার প্রসাশনের আধিকারিকরাও চুপ করে বসে আছেন। কিন্তু বিজেপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকেও দলের বহরমপুর জেলা সাংগঠনিক মহিলা মোর্চার সদস্যরা স্মারকলিপি জমা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতারা সিবিআই তদন্তের দাবি জানান।
অন্য দিকে এদিন সাংবাদিক বৈঠক শেষে বেশকিছু কংগ্রেস কর্মী বিজেপি দলে যোগদান করেন।