Skip to content
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের মহিলা আটক

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের মহিলা আটক

Reported By :- Binoy Roy

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমআরআই (MRI) বিভাগের দালাল চক্রের এক মহিলা শুক্রবার পুলিশ কর্তৃক আটক হয়েছেন। বিভিন্ন সময়ে হাসপাতালে দালালদের কার্যকলাপ নিয়ে অনেক অভিযোগ উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে দালাল চক্র আরও তৎপর হয়ে উঠেছে।

 

এ ঘটনায় জানা যায়, নওদা থানার বাসিন্দা মিরাজুল শেখ এমআরআই করানোর উদ্দেশ্যে হাসপাতালে পৌঁছানোর পর একটি মহিলা তার সঙ্গে যোগাযোগ করেন। ওই মহিলা দাবি করেন যে, করিমপুরের এক গ্রামীণ চিকিৎসক বিনামূল্যে এমআরআই করানোর জন্য তিন হাজার টাকা দাবি করেছেন। মিরাজুল প্রথমে এক হাজার টাকা প্রদান করেন এবং বাকির জন্য এমআরআই করানোর পর দিতে রাজি হন।

 

তবে হাসপাতালে এসে মিরাজুল জানতে পারেন যে, এমআরআই করানোর জন্য কোনো অতিরিক্ত টাকা লাগে না। এই তথ্য পাওয়ার পরই ওই মহিলা দালালের কৌশল ফাঁস হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই মহিলাকে আটক করে।

 

এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি আস্থা হারাচ্ছেন এবং দাবি করেছেন যে, দালালদের প্রতারণা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Reply

error: Content is protected !!