বীরভূমের দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় রবিবার দুপুর বেলা মুষলধারে বৃষ্টি নামে। মুষলধারে এই বৃষ্টির কারণে সাময়িকভাবে গুমোট গরম থেকে উদ্ধার পাওয়ার এলাকার বাসিন্দারা। যদিও এই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানা গিয়েছে।
