Skip to content
মুসলিম যুবকের উদাহরণে হিন্দুর সৎকারের মানবিকতা

মুসলিম যুবকের উদাহরণে হিন্দুর সৎকারের মানবিকতা

Reported By :- Masud Rana

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় ঘটে যাওয়া একটি মানবিক ঘটনার মাধ্যমে উঠে এসেছে সমাজে ঐক্য ও সহানুভূতির নতুন পরিচয়। শক্তি হালদার নামের এক হিন্দু ব্যক্তি অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর দু'দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও মাত্র ছয় দিনের কন্যা সন্তানকে নিয়ে তিনি চিন্তায় ছিলেন, কিভাবে স্বামীর শেষকৃত্য হবে। এলাকার মানুষ তার সৎকারের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন। সেই মুহূর্তে ইজাজ সেখ নামের এক মুসলিম যুবক এগিয়ে এসে তিন হাজার টাকা প্রদান করেন। ইজাজ বলেন, "আমি সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি, এটি আমাদের মানবিক দায়িত্ব।" তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। এলাকার মানুষজনের এ ধরনের সহযোগিতা তাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির বার্তা এনে দিয়েছে। সমাজে এ ধরনের উদাহরণ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ধর্ম বা সম্প্রদায় ছাড়াই মানবতা একত্রিত হয়।

Leave a Reply

error: Content is protected !!