শুক্রবার সিউড়ি শহরের মূক ও বধিররা একত্রিত হয়ে একটি সম্মেলনের আয়োজন করে সিউড়ি সদর হাসপাতালে। মূলত ৬৪ তম জাতীয় মুক ও বধির দিবস উপলক্ষে এই সম্মেলন। এই সম্মেলন করার পাশাপাশি তারা এদিন সিউড়ী শহর জুড়ে একটি মিছিল করে। যে মিছিল থেকে তারা বার্তা দেন তারাও সমাজের অঙ্গ।
