মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার

মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার

REPORTED BY:- NEWS DESK
মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচারের প্রধান আন্তর্জাতিক নৃত্য শিল্পী মেঘমিতা মিত্র। উত্তর এবং দক্ষিণ কলকাতা তে তাঁর নাচের একাডেমী । কয়েক শো ছাত্র ছাত্রীদের নিয়ে নাচ , গান , আঁকা ইত্যাদি নানান রকম সৃজনশীল কাজ তিনি করে চলেছেন বহু বছর ধরে। অস্ট্রেলিয়া , জাপান , সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে তিনি অনুষ্ঠান করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকারের ললিত কলা শাখা সহ বিভিন্ন বিভাগের হয়ে নৃত্য পরিবেশন করেছেন সারা ভারতে। তাঁর কাছে শিল্পী হবার থেকে মানুষ হওয়া বেশী জরুরী। তাই তিনি তাঁর ছাত্র ছাত্রীদের শিক্ষা দেন যা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। তাই তিনি সবার থেকে আলাদা।

Leave a Reply

Translate »
error: Content is protected !!