Skip to content
মেডিক্যালের স্টাফদের নিয়ে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট

মেডিক্যালের স্টাফদের নিয়ে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট

Reported By : News Desk ৮ ই জানুয়ারি, রবিবার, নিজাম ক্লিনিক এন্ড ফিটনেস ফিজিওথেরাপি সেন্টার ডক্টরস, প্যারামেডিকেল স্টাফ, মেডিকেল রেপ্রেজেন্টিভদের নিয়ে একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল অর্কিড এরিনাতে।

সেখানে উপস্থিত ছিলেন ডাঃ. আসিফ নিজাম, ডাঃ অর্ণব কর্মকার, ডাঃ. বিলাল আহমদ, অরিত্র খা, ডাঃ কাজী জোয়ায়েফ ইসলাম, মালিয়া আহমেদ,ক্রিকেটার আব্দুল মুনায়েম, ফুটবলার নাসিম আখতার।

Leave a Reply

error: Content is protected !!