মে দিবস এর ডাক, গরিবের ঐক্য সুদৃঢ় করো – G Tv { Go Fast Go Together)
মে দিবস এর ডাক, গরিবের ঐক্য সুদৃঢ় করো

মে দিবস এর ডাক, গরিবের ঐক্য সুদৃঢ় করো

REPORTED BY:-তুষার কান্তি খাঁ


ঐতিহাসিক মে দিবস পৃথিবীর সব দেশের শ্রমজীবী জনগণ পালন করেন এবং নতুন করে শ্রমিক শ্রেণীর স্বার্থে লড়াই সংগ্রামের শপথ নেন। এদিন আমাদের দেশ তথা রাজ্যের সাথে এ জেলার 44 টি এরিয়া কমিটিতে মে দিবস পালন হয়ে গেল শ্রদ্ধার সাথে।আজ থেকে একশ ছত্রিশ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এক সমাবেশ থেকে ৮ ঘন্টা কাজের দাবিতে যে ঐতিহাসিক লড়াই সংঘটিত হয়েছিল এবং তার ওপর পুলিশের নিষ্পেষণে রক্তাক্ত হয়েছিল, যাতে 5 জন শহীদের মৃত্যুবরণ করেছিলেন এবং জন্ম নিয়েছিল ঐতিহাসিক মে দিবস। আর জন্ম নিয়েছিল রক্তে ভেজা লাল পতাকা।এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে সিপিআই (এম) মুর্শিদাবাদ জেলা কার্যালয় সকাল 7:30 রক্ত পতাকা উত্তোলন ও মে দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য পেশ করেন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য কমরেড নৃপেন চৌধুরী|


বক্তব্য রাখেন পার্টি জেলা সম্পাদক জামির মোল্লা সহ আরো অনেকে। জেলা শ্রমিক ভবনেও পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন শ্রমিক নেতা জ্যোতি রুপ ব্যানার্জি, তুষার দে, নিজাম উদ্দিন প্রমূখ। নবগ্রামে পতাকা উত্তোলন শহীদ বেদীতে মাল্যদান করে দিনটি উদযাপন করেন মুকুল মন্ডল সহ আরো অনেক নেতৃবৃন্দ। কান্দি তেও দিনটি উদযাপিত হয়। কান্দির সি আই টি ইউ অফিস, ৪ টি মুটিয়া অফিস, এরিয়া কমিটির অফিস গুলিতে পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই শতাধিক মানুষ। এছাড়াও জলঙ্গি, সাগরপাড়া, রঘুনাথগঞ্জ, রানীনগর,শেখপাড়া, দৌলতাবাদ, ফারাক্কা, হরিহরপাড়া সহ জেলার সবকটি এরিয়া কমিটিতেই মে দিবস পালিত হয় শ্রদ্ধার সাথে।মে দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো, ১২ই জুলাই কমিটি ও ফেডারেশন সমূহ মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে বহরমপুর মুখ্য ডাকঘর এর সামনে শ্রমিক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা জ্যোতি রূপ ব্যানার্জি, তুষার দে, হারাধন দাস , মোহন পাল, ভবেশ মন্ডল, সঞ্জয় সাহা প্রমুখ। সমাবেশ থেকে আওয়াজ ওঠে, জনবিরোধী ও দেশবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের গরিব শ্রমজীবী মানুষের জন্য, তাদের স্বার্থে বিকল্প নীতি গড়ে তোলা। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মোহাম্মদ নিজামউদ্দিন।

Leave a Reply

Translate »
Call Now Button