এক অনুষ্ঠানে এদিন সবুজ মেরুন পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়া মেরিনার্সের সভাপতি সুদীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন একঝাঁক মেরিনার্স সদস্য সুশোভন ঘোষ, রায়নদেব হালদার, অনির্বাণ বসু মল্লিক, অভিষেক হালদার, অভিক চক্রবর্তী, দেবাশিস দাস, সায়ন চক্রবর্তী, বাপ্পা পাল, রবিন খামরুই, সৌভিক হালদার, চিরঞ্জীৎ বাগ, সৌম্য দে প্রমুখ।