যতীন দাস নগর মরে মিছিল করে রঞ্জন ঘোষ স্বামীর বাড়ির সামনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী পালন

যতীন দাস নগর মরে মিছিল করে রঞ্জন ঘোষ স্বামীর বাড়ির সামনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী পালন

Reported By:- NEWS DESK

রঞ্জন গোস্বামী কংগ্রেসের গুন্ডা বাহিনীর হাতে খুন হল 1977 সালের আজকের দিনে রাতে নির্বাচন শেষ করে বাড়ি ফিরছিলেন সেইসময় বাড়ির কাছেই কংগ্রেসের গুন্ডা বাহিনীর হাতে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারপরে খবর যখন সারা বেলঘড়িয়া অঞ্চলে ছড়িয়ে পড়ে সাথে সাথে সিপিএমের কর্মী-সমর্থকরা যতীন দাস নগর বাড়ির কাছে চলে আসেন বাড়ির কাছেই বাড়িতে ঢোকার মুখে গুলি করে রঞ্জন গোস্বামী কে মারা হয় তারপর সেখান থেকে বেলঘড়িয়া অঞ্চলে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তার কাছ থেকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে ভোররাতে রক্তের অভাবে মারা যান তারপর থেকে প্রতিবছর আজকের দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয় আজ সকালবেলায় শহীদ বেদীতে মালা দেওয়া হয় যতীন দাস নগর মরে শহীদ বেদীতে তারপরে মিছিল করে রঞ্জন ঘোষ স্বামীর বাড়ির সামনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী পালন করা হয় এরপরে ছাত্র-যুব মহিলাদের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এ বছরও ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কারণ রঞ্জন গোস্বামী যেহেতু রক্তের অভাবে মারা যান সে কারণে প্রতি বছর এই দিনে রক্তদান শিবির সংগঠিত করা হয় আর সন্ধ্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন নন্দ দুলাল বসু প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানষ মুখার্জি এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও ডিওয়াইএফআই প্রাক্তন রাজ্য কমিটির সম্পাদক সায়ন দ্বীপ মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সদস্য শানু রায় প্রদীপ মজুমদার ঝন্টু মজুমদার

Leave a Reply

error: Content is protected !!