Skip to content
যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি:দমদম কালিন্দী অঞ্চলে সিপিআইএমের প্রতিবাদ মিছিল

যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি:দমদম কালিন্দী অঞ্চলে সিপিআইএমের প্রতিবাদ মিছিল

Reported BY:- Manoj Das

গতকাল অর্থাৎ ৪ঠা মার্চ ২০২৫, মঙ্গলবার, পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি দলীয় সভায় অংশগ্রহণের পর বেরিয়ে আসার সময় একটি গাড়ি হামলার শিকার হন। এই হামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর সিপিআইএমের পক্ষ থেকে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। গতকাল রাতে যাদবপুরের ঘটনার প্রতিবাদে দমদম কালিন্দী অঞ্চলে সিপিআইএম একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যেখানে ব্রাত্য বসুর কুশুপত্তলিকা পোড়ানো হয়। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সিপিআইএমের সদস্যরা অভিযোগ করেছেন যে, তৃণমূলের গুন্ডাবাহিনী তাদের ওপর হামলা চালায়, যার ফলে সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস সহ বেশ কয়েকজন কর্মী আহত হন। একজন কর্মীকে থানায় আটক করা হয়েছিল, তবে পরে আন্দোলনের চাপে তাকে মুক্তি দেওয়া হয়। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিআইএমের দপ্তরে তৃণমূলের পক্ষ থেকে তালা মারার ঘটনায় আজ পানিহাটি বিধানসভা অঞ্চলের তিনটি সিপিআইএম এরিয়া কমিটির কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে বিটি রোড পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেক কর্মী ও সমর্থক। প্রতিবাদ এবং ধিক্কার জানানোর জন্য ছাত্র, যুবক ও মহিলা সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

error: Content is protected !!