Reported By:- তুষার কান্তি খাঁ
রক্তের কোন জাত, নেই ধর্ম । সম্প্রীতির বার্তা দিয়ে ডি ওয়াই এফ আই লালবাগ পূর্ব লোকাল কমিটি সামাজিক আন্দোলনের অংশ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করলো এদিন। স্বেচ্ছায় একজন যুবতী সহ রক্তদান করলেন ৩৪ জন। উপস্থিত ছিলেন যুব আন্দোলনের নেতৃবৃন্দ।