Reported By: News Desk
কোয়েল মল্লিক (Koel Mallick) বাংলা সিনে-ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত নায়িকা। বহুদিন হলো অভিনয় জগৎ থেকে একটু দুরত্ব বজায় রেখেছেন। কিন্তু তার রূপ এবং লাস্য নিয়ে চর্চা আজও বর্তমান। বয়স ৪০ কিন্তু যেকোনো ষোড়শী অথবা অষ্টাদশীর তার রূপের জেল্লা কোনো অংশে কম নয়।একটা সময় ধারণা ছিল নায়িকাদের বয়স ৩০ পেরোলে তারা ইন্ডাস্ট্রিতে ব্রাত্য হয়ে যান। কিন্তু কোয়েল অন্য ধাতু দিয়ে তৈরি। ৪০ পেরোলেও তার রূপের জেল্লা আজও বর্তমান। তিনি অনন্যা। অভিনয় জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে প্রথমে বিয়ে, এরপর সন্তান এবং আবার টলিউডে কামব্যাক।অভিনেত্রী আরো জানান, “প্রেগনেন্সি টাইমে আমি নিজেকে ভালোভাবে হ্যান্ডেল করলেও অনেকে আছেন যারা প্রেগনেন্সির সময় বা বাচ্চা হওয়ার আগে মুহূর্তে ভীষণভাবে সেনসিটিভ হয়ে পড়ে। ছোটখাটো কিছু বিষয়ে তাঁরা রিয়েক্ট করে ফেলেন। সত্যিই একজন গর্ভবতী মায়ের শরীরে অনেক রকম পরিবর্তন আসে। প্রেগনেন্সি পিরিয়ডটা সত্যিই খুব কঠিন। তাই আমার সেইসব মা এবং তাঁদের পরিবারের জন্য অনুরোধ এরকম কিছু হলে আপনারা সেই মাকে অবশ্যই সেনসিটিভলি হ্যান্ডেল করবেন। তাঁকে সময় দেবেন”।