সিজারের রোগীকে রক্ত দান করলেন হাসপাতাল সুপার

সিজারের রোগীকে রক্ত দান করলেন হাসপাতাল সুপার

Repored By: Masud Rana 

১৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর নাগাদ ভগবানগোলা থানার কানাপুকুর এলাকার বাসিন্দা সাফিকা খাতুন নামের একজন প্রসূতি ভর্তি হন লালবাগ মহকুমা হাসপাতালে।
সিজারের জন্য AB+ রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে সেই গ্রুপের রক্ত পাওয়া যায়নি, এমনকি ডোনারও খুঁজে পাওয়া যায়নি, এমত অবস্থায় বিকেলে লালবাগ মহকুমা হাসপাতালের সুপার ‘‘ডঃ আবু সালেহ মোহাম্মদ মেহফুজুল করিম’’ এর কানে পৌঁছায় সেই খবর, তখনই তিনি নিজে ব্লাড ব্যাংকে যান এবং রক্ত দান করেন।
পরিবারের লোক থেকে হাসপাতাল কর্মীরা সকলেই খুশি হয়েছেন হাসপাতাল সুপারের সহযোগিতা পেয়ে।

Leave a Reply

error: Content is protected !!