শুক্রবার সকালে রঘুনাথগঞ্জের উমরপুর ১২ নম্বর জাতীয় সড়কে একটি ব্যাগে দুই বান্ডিল গাঁজা সহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম নীতু রায় ও প্রীতি রায়। ধৃতদের বাড়ি দার্জিলিং জেলার মাটিগাঁড়া থানার ভাঙাপুল এলাকায়৷ এদিন তারা নর্থ বেঙ্গল এর দিক থেকে আসছিল এবং উমরপুরে নেমে কারো জন্য অপেক্ষা করছিল। কিন্তু তাদেরকে বসে থাকতে দেখে সন্দেহ হওয়ায় রঘুনাথগঞ্জ থানার পুলিস আটক করে। এবং জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়। ধৃতদেরকে আজ বহরমপুর আদালতে এন ডি পি এস কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।