রঘুনাথগঞ্জে DYFI’র অভিনব রাখি বন্ধন: নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ

রঘুনাথগঞ্জে DYFI’র অভিনব রাখি বন্ধন: নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ

রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দাদা ঠাকুর মোরে শনিবার সকালবেলা DYFI (ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া) একটি অভিনব রাখি বন্ধন উৎসবের আয়োজন করে। এই অনুষ্ঠানটি মূলত রাজ্যে ঘটে যাওয়া একাধিক নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিচারহীনতার চিত্র তুলে ধরার উদ্দেশ্যে করা হয়। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতে, স্থানীয় কর্মীরা পথ চলতি মানুষের হাতে ‘বিচার চাই’ লেখা হাতে তৈরি রাখি পরিয়ে দেন।এই বছরে RG কর কান্ডসহ, রাজ্যে ঘটে যাওয়া নানা নারী নির্যাতনের ঘটনা নিয়ে আন্দোলনের আওয়াজ ওঠে। DYFI কর্মী সমর্থকদের দাবি, এক বছর হয়ে গেলেও দোষীরা এখনও অধরা, যা সমাজে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নির্যাতিতাদের পাশে থাকার বার্তা দেন।“আমরা অভয়ার পাশে আছি, সমস্ত অভয়দের পাশে আছি, আন্দোলনে আছি এবং থাকব,” বললেন DYFI’র স্থানীয় নেতা। রাজ্যের সব নির্যাতিতাদের জন্য উপযুক্ত বিচার নিশ্চিত করতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।এই ধরনের উদ্যোগগুলি সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় গণমানুষের মনোভাব পরিবর্তনে সহায়তা করে।

Leave a Reply

error: Content is protected !!