ভোট পরবর্তী হিংসা ডোমকলে। রাতের অন্ধকারে পটলের জমি নষ্ট করে দেয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মুক্তারপুর মাঠ এলাকায় জমসেদ আলি নামের এক চাষীর ৮ থেকে ১০ কাঠা পটলের জমি নষ্ট করে দেয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ওই চাষীর দাবি শুধুমাত্র তিনি বাম কংগ্রেস করার কারণেই রাতের অন্ধকারে পটলের জমি নষ্ট করে দিল তৃণমূল। তবে এই বিষয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান এর রেন্টু মণ্ডল বলেন আমাদের দলের কেউ এইরকম কাজ করে না, এটা পুরনো আমলের সিপিআইএম করতো সেটা শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়ার কারণে নিজেদের জমি নিজেরাই নষ্ট করে আমাদের তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করছে।
তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পটল চাষী জমসেদ আলি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়।