রানীনগর পুলিশ প্রশাসনের উদ্যোগে সম্প্রতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪

রানীনগর পুলিশ প্রশাসনের উদ্যোগে সম্প্রতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪

Reported By:- Masud Ra

পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানীনগর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে সম্প্রতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত আয়োজন করা হয়। আশেপাশের ১৬ টি ফুটবল টিম নিয়ে নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে টুর্নামেন্ট চলার পর বুধবার ছিল মেগা ফাইনাল খেলা। এদিন রানীনগরের বিভিন্ন প্রান্তের অসংখ্য ফুটবল প্রেমী দর্শক মাঠের চারদিকে ভিড় জমিয়েছিল। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ডিগ্রি ঘোষপাড়া আদর্শ সমিতি বনাম রানীনগর নেতাজি স্পোটিং ক্লাব। খেলার প্রথম অর্ধেই ডিগ্রি ঘোষপাড়া আদর্শ সমিতি একের পর এক আক্রমন করে ২ -০ গোলে এগিয়ে যায়। গোল শোধ করার মরিয়া চেষ্টা করলেও ব্যর্থ হন রানীনগর নেতাজি স্পোটিং ক্লাবের ফুটবলাররা। দ্বিতীয় হাঁফের শেষের দিকে আরো একটি গোল পায় ডিগ্রি ঘোষপাড়া আদর্শ সমিতি। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে ডিগ্রি ঘোষপাড়া আদর্শ সমিতি ৩-০ গোলে জিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। এদিন জয়ী ও বিজিত দলকে ট্রফি তুলে দেওয়া হয়। এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং,এসডিপিও সুভম বাজাজ, ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদার,সিআই সৌমজিৎ মল্লিক,রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার,বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন।

Leave a Reply

error: Content is protected !!