Reported By:- BINOY ROY
কোভিড সংক্রামন বৃদ্ধির কারনে জেলাশাসকের ঘোষিত নির্দেশ অনুযায়ী রবিবার বেলা ১০ টা নাগাদ বন্ধ করতে তৎপর পুলিশ প্রশাসন। এদিন বেলা ১০ টা বাজতেই বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ অন্যান্য সবজী, মাছ, মাংসের বাজার সহ অন্যান্য বাজার বন্ধ করতে নেমে পরে প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী বেলা ১২ টা থেকে খোলা হবে জুয়েলারি, মিষ্টি বই খাতা সহ অন্যান্য বাজার। এদিন যারা নির্দিষ্ট সময়ে বাজার বন্ধ করেনি পুলিশ প্রশাসন তাদের কয়েকজনকে আটক করেছে। লক্ষ্য রাখা হচ্ছে সামাজিক দূরত্ব বিধি ও মাস্কের উপর। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন, বেলডাঙ্গা এসডিপিও সেখ সামসুদ্দিন, বহরমপুর থানার আই সি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।