গতকাল মু্র্শিদাবাদের রানীনগর থানার ৬২ নং কালীনগর বুথে ভোট চলাকালীন ব্যালট বাক্স লুঠ হয়েছিল। সেই ব্যালট বাক্স আজ সকালে বুথ থেকে এক কিলোমিটার দূরে রাস্তার ধারে ঝোপের মধ্যে উদ্ধার হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়,গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কালীনগর বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়। ওই সময় জানালার মোটা রড ভেঙে বুথে ঢোকে কিছু দুষ্কৃতী। ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করলে বিরোধী দলের এজেন্টরা চিৎকার চেঁচামেচি শুরু করে। তখনই পুলিশের উপস্থিতিতে বুথের বাইরে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ভোট কর্মীরা ভয়ে যে যেখানে পারে পালিয়ে যায়। সেই সময় দুষ্কৃতীরা ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যায়। বুথের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। ঘটনায় রানিনগর থানার একজন পুলিশ অফিসার সহ মোট পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছে। হারিয়ে যাওয়া তিনটি ব্যালট বাক্সই আজ রবিবার সকালে বুথের এক কিলোমিটার দূরে রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। বোমাবাজি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।