বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রচার পর্বে কোনো অংশে পিছিয়ে নেই বিজেপিও। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার নির্মল সাহা। রাজনীতির ময়দানে তিনি নতুন মুখ, তবে জনসাধারণের কাছে তিনি পরিচিত এই শহরের একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে। মূলত কেন্দ্র সরকারের আদর্শ নীতি জনসমক্ষে তুলে ধরে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। বলা বাহুল্য- একজন নতুন মুখ হিসেবে জন সংযোগ বাড়াতে তিনি নিয়মিত ভাবে প্রচার অভিযানে নেমেছেন বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই। আজ রবিবাসরীয় নির্বাচনী প্রচারে সদলবলে তিনি হাজির হলেন বহরমপুরের বিষ্ণুপুর কালি বাড়িতে। সেখানে মায়ের পুজো দিয়ে এদিন মধুপুর বাজার এলাকায় প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র সহ দলের একনিষ্ঠ কর্মী ও সমর্থকরা। যথারীতি মিছিল করে জনসাধারণের সাথে পরিচয় সারেন ও বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা।