রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে 9 থেকে 24 শে মে পর্যন্ত রবীন্দ্র জন্মোৎসব পালিত হচ্ছে

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে 9 থেকে 24 শে মে পর্যন্ত রবীন্দ্র জন্মোৎসব পালিত হচ্ছে

REPORTED BY:- Mithunjoy Roy

এই জন্মোৎসব রবীন্দ্র সদনের, একতারা মুক্ত মঞ্চ শিশির মঞ্চ ও বাংলা একাডেমি সভা ঘরে আয়োজন করা হয়েছে।। বিভিন্ন জায়গায় বিশিষ্ট শিল্পীদের এই কবি প্রণামে আমন্ত্রিত করা হয়েছে।।
আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিল্পী মহুয়া সেন।। তিনি বহু বছর ধরে রবীন্দ্র সংগীত গাইছেন।।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তিনি এই মঞ্চে আমন্ত্রিত শিল্পী। ১০ই মে একতারা মুক্তমঞ্চে “নিশিদিন ভরসা রাখিস” গানটি গেয়ে শুধু কবি কে প্রণাম জানালেন তাই নয় দর্শকদেরও মন জয় করলেন।।

Leave a Reply

error: Content is protected !!