Skip to content
রবীন্দ্র জন্মজয়ন্তীতে গিরীশ পার্কে মনোমুগ্ধকর মিছিল

রবীন্দ্র জন্মজয়ন্তীতে গিরীশ পার্কে মনোমুগ্ধকর মিছিল

Reported By:- News Desk

রবীন্দ্র জন্মজয়ন্তীর প্রাক্কালে গিরীশ পার্ক মেট্রো স্টেশন থেকে রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের পক্ষ থেকে একটি অত্যন্ত মনোমুগ্ধকর মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশগ্রহণকারী শিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি, যেখানে রবীন্দ্রনাথের রূপে একজন শিল্পীর অংশগ্রহণ ছিল বিশেষভাবে নজরকাড়া।

এই কর্মসূচির মাধ্যমে শুধু কবিগুরুকে স্মরণ করা হয়নি, বরং শিক্ষার মানোন্নয়নের জন্য একটি শক্তিশালী বার্তাও দেওয়া হয়েছে। বক্তারা দাবি করেছেন, “সরকারি ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এখন সময়ের দাবি।”

শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বক্তারা বলেছেন, “পৌর এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত ও মানগত উন্নয়ন ঘটুক। বাংলার ঐতিহ্যবাহী শিক্ষার মান পুনরায় বিশ্বমণ্ডলে গৌরব অর্জন করুক, এটাই আমাদের লক্ষ্য।”

মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, যেমন শ্রী রানা চন্দ্র, শ্রী অভিষেক ব্যানার্জি, শ্রী শঙ্কর নাথ হাজরা, এবং আরও অনেক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী।

প্রমোদ পাণ্ডে, রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি, সমাপনী ভাষণে সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

error: Content is protected !!