Reported By:- Subham Roy
গতবছর দক্ষিণী ছবি ‘পুস্পা: দ্য রাইজ’ বেশ সাড়া ফেলেছিল সারাদেশে। এই ছবিতে যেমন নজরকাড়া ছিল নায়ক আল্লু অর্জুনের অভিনয়, তেমনই দুস্টুমিষ্টি গ্রামের মেয়ের চরিত্রে সাবলীল অভিনয় করেছিলেন সুন্দরী অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। ধীরে ধীরে এই দক্ষিণী অভিনেত্রী হয়ে উঠেছেন জাতীয় ‘ক্রাশ’। তার দুই ঠোঁটের মিষ্টি হাসি ও চোখের হালচালে প্রায়ই ঘায়েল হয় ভক্তরা। বলা বাহুল্য, ‘পুস্পা: দ্য রাইজ’ ছবির আগেই দক্ষিণী সিনেমার বড় পর্দায় পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তবে শুধুমাত্র অভিনয় নয়, নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও বেশ সচেতন এই অভিনেত্রী। প্রায়ই তার ঝলক দেখা যায় সামাজিক মাধ্যমে। প্রায়ই নিজেকে নানা রূপে সাজিয়ে তিনি অবতীর্ণ হন অনুরাগীদের সামনে। কখনো তাকে দেখা যায় বোল্ড পাশ্চাত্য পোশাকে, আবার কখনো তাকে দেখা যায় ট্র্যাডিশনাল আউটফিটেও। কিন্তু প্রায় সময়ই তিনি খোলামেলা পোশাক পরতেই পছন্দ করেন। আর এই কারণে প্রায়ই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এই প্রতিবেদনে তার এমনই একজোড়া পোশাককে নিয়ে আলোচনা হবে, যা নিয়ে জনসমক্ষে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।